Khoborerchokh logo

পীরগঞ্জে আর্দশ গ্রাম নির্মাণে কাজ করে যাচ্ছে,আশিস ফাউন্ডেশন 345 0

Khoborerchokh logo

পীরগঞ্জে আর্দশ গ্রাম নির্মাণে কাজ করে যাচ্ছে,আশিস ফাউন্ডেশন

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুর পীরগঞ্জে আর্দশ  ঝাড় বিশলা গ্রাম নির্মাণে  কমিউনিটি প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননায় প্রধান অনুষ্ঠিত হয়।গত সোমবার রাত সাড়ে আটটায় এ আয়োজন করেন আশিস ফাউন্ডেশন।"সু-শিক্ষা চর্চায় গড়বো দেশ আমার প্রিয় বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে 'আদর্শ শিক্ষা সহায়তা (আশিস ফাউন্ডেশন) রংপুরের পীরগঞ্জ উপজেলার ০১নং চৈত্রকল ইউনিয়নের  ঝাড়বিশলা গ্রামে অদম্য স্পিহায় এগিয়ে চলছে একটি সামাজিক সংগঠন। প্রতিটা গ্রামে গ্রামে আর্দশ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য তাদের এ উদ্যোগ। প্রত্যেক বাড়ি বাড়ি ঔষধি গাছ রোপণ, ভিক্ষুকমুক্ত গ্রাম,ঘরে ঘরে ছেলে মেয়েদের লেখাপড়ার নিশ্চিত। মাদকমুক্ত সমাজ,জুয়া খেলা বাজি বন্ধের প্রক্রিয়াকরণসহ নানা অনিয়ম ইত্যাদি পরিহারে সু-শিক্ষা চর্চায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই চেষ্টা আশিস ফাউন্ডেশন।আর্দশ  ঝাড় বিশলা গ্রাম নির্মাণে  কমিউনিটি প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায়।
একটি গ্রামকে মডেল ও আর্দশ গ্রাম করার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আশিস ফাউন্ডেশন সভাপতি মোঃ আজাহারুল হক রতন।এ অনুষ্ঠানে গুণীজন ও সম্মানীয় ব্যক্তিদের ক্রেস প্রদান,মুসল্লিদের জায়নামাজ এবং অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আশিস ফাউন্ডেশন।এসময় উপস্থিত ছিলেন ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম,ভেন্ডাবাড়ী মহিলা কলেজ এর অধ্যক্ষ নুরন্নবি মিয়া রাজু,আশিষ ফাউন্ডেশন উপদেষ্টা সাংবাদিক আনজারুল হক। মসজিদের ইমাম সাহেবসহ বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী এবং ইউপি সদস্য,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরারা সহ আরো অনেকেই।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com